রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০৪:৫৮ পূর্বাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি::
কুড়িগ্রামের উলিপুরে নুরন্নবী (৫৭) নামে এক বন প্রহরীর সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার বাকরের হাট বসার বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে।
নিহত ব্যক্তি পার্শ্ববর্তী চিলমারী উপজেলা রমনা ইউনিয়নের জোড়গাছ এলাকার মৃত মোহাম্মদ আলীর পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুরন্নবী ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগ, রাঙ্গামাটিতে বর্তমানে বন প্রহরী হিসেবে কর্মরত আছেন। স্বামী-স্ত্রী দুজন একই বাইকে রংপুরের উদ্দেশ্য চিকিৎসার জন্য ডাক্তার দেখাতে রওনা হলে পথিমধ্যে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই জন সড়কের নিচে ছিটকে পড়ে গেলেই ঘটনাস্থলে ওই বন প্রহরীর মৃত্যু হয়। খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিডার আলমগীর হোসেনের নেতৃত্বে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছানো হয়। স্ত্রী মমতাজ বেগম (৫০) কে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।