শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ১২:৩৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার::
রাজধানীর খিলগাঁওয়ে চার শিশু শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সজল মোল্লা নামের এক রিকশাচালককে গ্রেফতার করেছে পুলিশ।
ভুক্তভোগী ঐ শিশুকে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি আছে। তাদের বয়স আনুমানিক ৬-৯ বছর।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার (৭ অক্টোবর) রাত ৯টার দিকে খিলগাঁও থানা পুলিশ স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই চার শিশুকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নিয়ে আসে।
এ বিষয়ে খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুকুল আলম বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং রিকশাচালককে গ্রেফতার করা হয়েছে। তাকে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়।