বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ১০:৪১ অপরাহ্ন
খুলনা ব্যুরো::
শিরোমণি পূর্বপাড়ার সোয়েব মোল্যার ভাড়াটিয়া নছিমন চালক তুহিন হাওলাদারের পুত্র রুমান হাওলাদার(৮) নিখোঁজের পরদিন শনিবার সকালে পার্শ্ববর্তি পুকুর থেকে ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার বেলা ২টা ৩০ মিনিটে মোঃ রুমান হাওলাদার জিন্সের প্যান্ট এবং জামা পরে বাসা থেকে বের হয়। রুমানের পরিবারসহ পার্শ্ববর্তিরা বিভিন্ন স্থানে খুজাখুজি করে তাকে না পেয়ে এলাকায় মাইকিং করে। গতকাল শনিবার সকাল ৭টায় নিখোঁজ রুমানকে পার্শ্ববর্তি পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারকে খবর দেয়। প্রতিবেশিরা রুমানের লাশ উদ্ধার করে পরে যোহরবাদ শিরোমণি শহীদ মিনার চত্বরে জানাযা শেষে সোহেব মোল্যার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহত রুমান তিন ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।