শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ০৪:১৭ অপরাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::
ময়মনসিংহের ভালুকায় ময়মনসিংহ ডিবি পুলিশ মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে শুক্রবার (২৭ নভেম্বর) ভালুকা বাজার থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার- ইনচার্জ জেলা পুলিশ পরিদর্শক মোঃ শাহ কামাল আকন্দের নির্দেশে এসআই মোঃ আলাউদ্দিন বাদল সংগীয় অফিসার ফোর্সসহ ভালুকা থানা এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে শুক্রবার (২৭ নভেম্বর) ভালুকা বাজার থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধলা নামাপাড়া এলাকার মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ শাহীন (৩৪)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।