রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০৫:৫৯ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি::
ময়মনসিংহের ভালুকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মেহেরাবাড়ী নামক স্থানে শনিবার (৯ জানুয়ারী) দুপুরে ট্রাক চাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা যায়, উপজেলার ভালুকা ইউনিয়নের মেহেরাবাড়ী গ্রামের সুমন মিয়ার দেড় বছরের ছেলে শিশু মোস্তাকিম বাড়ির পাশে খেলা করার সময় সিমেন্ট ভর্তি একটি ট্রাক উল্টো দিকে আসলে শিশুটি ট্রাকের নিচে চাপা পরে গুরুত্বর আহত হয়। উপস্থিত লোকজন আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটি মারা যান।
এ ব্যাপারে ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, এ ব্যাপারে থানায় কোন অভিযোগ আসেনি আমি বিষয়টির ব্যাপারে খবর নিচ্ছি।