মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ০৩:৫৩ অপরাহ্ন
শাহজাহান হেলাল (ফরিদপুর) প্রতিনিধি::
ফরিদপুরের মধুখালী উপজেলা প্রশাসনের ১৬ ডিসেম্বর মহান বিজয় ও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. জেলাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান(মহিলা) মোরশেদা আক্তার মিনা, জেলা পরিষদের সদস্য সুরাইয়া সালাম, মধুখালী বাজার বণিক সমবায় সমিতির সভাপতি আবুল বাশার বাদশা, মধুখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক শাহজাহান হেলাল প্রমুখ।
এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় সরকারী সিদ্ধান্ত আসা সাপেক্ষে জাতীয় অনুষ্ঠান উদযাপন করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহিত হয়।