রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০৬:০৪ পূর্বাহ্ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি::
বঙ্গবন্ধুর ভাস্কর্য শুধু প্রতিকৃতিই নয়, বাংলাদেশের প্রতিচ্ছবি শ্লোগানকে অন্তরে ধারণ করে জাতির পিতার ভাস্কর্য সম্পর্কে ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ও জঙ্গীবাদ, মৌলবাদ-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল যুবলীগ।
মঙ্গলবার (১ ডিসেম্বর) শেষ বিকেলে রাণীশংকৈলে আওয়ামী লীগ কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় চৌরাস্তা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন যুবলীগের সভাপতি আলমগীর সরকার।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শহীদুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, যুবলীগের সাধারণ সম্পাদক রমজান আলী, মোস্তাফিজুর রহমান মোস্তাক। এছাড়াও পৌর যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা হেফাজতে ইসলামসহ বিএনপি-জামায়াত কর্তৃক জাতির পিতার ভাস্কর্য সম্পর্কে ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের তীব্রনিন্দা ও প্রতিবাদ জানান।