বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১, ০৩:৪১ অপরাহ্ন
এস.এম. সাঈদুর রহমান সোহলে, খুলনা ব্যুরো::
রূপসার নৈহাটী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ গোলাম ফারুক হাওলাদারের ২২তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল গতকাল ৩০ আগস্ট বাদ আসর গোলাম ফারুক স্মৃতি সংসদের পক্ষ থেকে জহিরের বটতলায় উক্ত স্মৃতি সংসদে অনুষ্ঠিত হয়।
ফারুক স্মৃতি সংসদের সভাপতি আব্দুল গফফার শেখের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা’র পরিচালনায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান ও নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন বুলবুল, জেলা বিএনপির সহ-সভাপতি মোল্লা খায়রুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা সাইফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম ডি রকিব উদ্দিন, সৈয়দ নাসির উদ্দিন সজল, স্মৃতি সংসদের সহ-সভাপতি আলহাজ্ব গোলাম ছরোয়ার হাওলাদার, মতিয়ার রহমান মতি, সাধারণ সম্পাদক গোলাম ফরিদ হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস এম এ হানিফ, ইউপি সদস্য মাহফুজুর রহমান মাহফুজ, যুবলীগ নেতা আবু আহাদ হাফিজ বাবু।
এছাড়াও উপস্থিত ছিলেন, আবু বক্কার, রাজ মিনা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোঃ বেনজীর হোসেন, নৈহাটী ইউনিয়ন যুবলীগের আহবায়ক বাদশা মিয়া, আব্দুর রশিদ, মোঃ জাহিদুর রহমান, আরিফ সরদার, শেখ সাগর, জিয়া উদ্দিন, রহিম মিনা, মোস্তফা শেখ মুন্না, হালিম, আজিজ (কাকা), সেলিম শেখ, ফারুক শেখ, মামুন শেখ, লিয়াকত, মানিক, শওকত,ছোরহাব প্রমুখ।
বক্তারা সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আলী আকবর শেখের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। দোয়া পরিচালনা করেন জয়পুর মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান। একইভাবে শহীদ গোলাম ফারুকের শাহাদাত বার্ষিকী পালন করেন নৈহাটীর নিকলাপুর তেতুলতলা এলাকাবাসী। এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম রসূল হাওলাদার, আলহাজ্ব গোলাম ছরোয়ার হাওলাদার, ইউপি সদস্য আসাবুর রহমান, জুয়েল কোরেশী, নাজমুল মল্লিক, নান্টু খলিফা, হালিম শেখ, শহিদুল খা, বাদল ফকির, আবুল বাশার চৌধুরী, মোঃ আবজাল আলী, বক্কার শেখ প্রমুখ।
দোয়া পরিচালনা করেন ইমাম শহিদুল ইসলাম। এর আগে একই দিন বেলা ১২টায় নৈহাটী ইউনিয়ন পরিষদে উক্ত সাবেক চেয়ারম্যান ফারুকের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।