রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০৫:২৯ পূর্বাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::
বেতন বৈষম্য নিরসনের দাবীতে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সারাদেশর ন্যায় স্বাস্থ্য সহকারি, সহকারি স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য পরিদর্শকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন আসা শত শত মা ও শিশুর টিকা দান থেকে বাদ পড়ে যাচ্ছে। মা ও শিশুরা হাসপাতালে এসে টিকার জন্য ধরনা ধরে দাঁড়িয়ে থেকে বাড়ি ফিরে যাচ্ছেন।
আজ বুধবার সকালে দেখা যায় হাসপাতাল চত্বরে মা ও শিশুরা টিকা না পেয়ে দুশ্চিন্তায় রয়েছেন। প্রতিদিন এখানে প্রায় শতাধিক মা ও শিশু টিকা নিতে এসে তারা বাদ পড়ে যাচ্ছেন।
বাংলাদেশ হেলথ এ্যসিস্ট্যান্ট এসোসিয়েশনের উপজেলা সভাপতি অহিদুজ্জামান জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ষোষণা অনুযায়ী নিয়োগ বিধি সংশোধনের দাবীতে ২৬ নভেম্বর থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলছে। দেশে প্রায় ২৬ হাজার স্বাস্থ্য সহকারি প্রতিদিন ৪০ হাজার শিশুকে টিকা দিয়ে থাকেন। কর্মবিরতি কালে বক্তব্য রাখেন অহিদুজ্জামান, মিরাজুল ইসলাম, বিউটি রানী বিশ্বাস, গীতা রানী বিশ্বাস, রেহানা পারভীন প্রমুখ।