বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ১১:০২ অপরাহ্ন
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি::
হাটহাজারী মাদরাসার প্রাঙ্গনেই হচ্ছে আল্লামা শাহ আহমদ শফীর শেষ ঠিকানা। মাদরাসার উত্তর পশ্চিম কোণে মসজিদের মিম্বরের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের সাথে লাগানো স্থানে তার কবর কাটা হয়েছে। ইতোমধ্যেই কবর প্রস্ততের কাজ শেষ হয়েছে।
আজ শনিবার দুপুর ২টায় মাদরাসার মাঠে জানাজা নামাজ শেষে সেখানেই তাকে শায়িত করা হবে। মাদরাসার আরো কয়েকজন ওস্তাদকে একই কবরে দাফন করা হয়েছে।
আল্লামা শফি দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী বড় মাদ্রাসার মহাপরিচালক (মুহতামিম) পদে ১৯৮৬ সাল থেকে টানা ৩৪ বছর কর্মরত ছিলেন।