মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ০২:২০ অপরাহ্ন
শাহজাাহন হেলাল, মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি::
মধুখালীতে অবস্থিত বৃহত্তর ফরিদপুরের একমাত্র ভারী শিল্প ‘ফরিদপুর চিনিকলে’ কর্মরত শ্রমিক কর্মচারীদের ৫ মাসের বকেয়া বেতনসহ অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের গ্র্যাচুইটি, আখচাষীদের আখের মূল্য পরিশোধ, চিনিশিল্প বন্ধের প্রক্রিয়া বাতিলকরণ, আসন্ন (২০২০-২০২১) আখ মাড়াই মৌসুমের পূর্বে যাবতীয় মালামাল সরবরাহ করা,আখ উৎপাদনের স্বার্থে সার, বীজ, কীটনাশকসহ জরুরী উপকরণ সরবরাহ করার দাবিতে কেন্দ্রিয় আখচাষী ফেডারেশন ও কেন্দ্রিয় শ্রমিক কর্মচারী ফেডারেশনের সিদ্ধান্ত মোতাবেক আজ শনিবার সকাল ১১ টায় ঢাকা খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট হতে মালেকা চক্ষু হাসপাতাল পর্যন্ত বিশাল এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চিনিকল শ্রমজীবী ইউনিয়ন এবং আখচাষী কল্যান সংস্থার যৌথ আয়োজনে আখচাসী কল্যাণ সংস্থার সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চলনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শ্রমজীবী ইউনিয়নের সভাপতি শাহ মো. হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক কাজল বসু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, সাবেক উপজেলা চেয়ারম্যান আাজিজুর রহমান মোল্যা, পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, মনোজ সাহা, হাজি আব্দুল মালেক সিকদার, আখচাষী নেতা ওহিদুজ্জামান বাবলু মিয়া, মির্জা আহসানুজ্জামান আজাউল, আব্দুল হাই বাঁশি, আব্দুস সালাম মিয়া, আবু সাইদ মিয়া, মির্জা গোলাম ফারুক, আবুল বাসার বাদশা, জহুরুল হক, মো. ইলিয়াস মিয়া, শাহ্ কুতুবুজ্জামান, মো. শহিদুল ইসলাম, মির্জা আক্তারুজ্জামান খোকন, সুভাষ রায়, মো. নজরুল ইসলাম, আলী আকবর প্রমুখ।
বক্তারা ৫ দফা দাবি মেনে নিয়ে চিনিকলগুলো সচল রাখার আহবান জানান,অন্যথায় ধারাবাহিক আন্দোলনের কর্মসূচী দেওয়া হবে বলে ঘোষনা দেওয়া হয়।